হোয়াটসঅ্যাপ নিয়ে এলো স্টিকার বানানোর টুল

হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠানোর সুবিধা রয়েছে। এটা মূলত ইমোজির একটা বড় সংস্করণ— যা ইমোজির চেয়ে ভিন্ন কিছু বার্তা বহন করে। এখন হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার এনেছে, যার মাধ্যমে ব্যবহারকারী তার নিজের মতো স্টিকার ইমপোর্ট করতে পারবেন।

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, স্টিকার বানানোর এই প্রক্রিয়াটি খুব সহজ নয়। এজন্য ব্যবহারকারীকে কয়েকটি ধাপ পার করতে হবে। আরেকটি বিষয় হলো— স্টিকারটি হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে বানানো যাবে। অর্থাৎ এটি কম্পিউটারে বসে বানাতে হবে। এজন্য স্টিকারের একটি আইডিয়া থাকলেই হবে।

এর ওয়েব সংস্করণ এলেও ডেস্কটপ সংস্করণ এখনও আসেনি। সংবাদ মাধ্যমটি জানায় ডেস্কটপ সংস্করণও খুব শিগগিরই চলে আসবে।