হোয়াটসঅ্যাপে ‘লাস্ট সিন’ স্ট্যাটাস বাই-ডিফল্ট লুকানো থাকবে

প্রাইভেসি ফিচারকে নতুনভাবে সাজাচ্ছে হোয়াটস্যাপ। নতুন এই ফিচারে অপরিচিত ব্যক্তি বা যাদের সঙ্গে আগে চ্যাট করা হয়নি, তাদের কাছে ‘লাস্ট সিন’ স্ট্যাটাস বাই ডিফল্ট লুকানো থাকবে। আগে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত ছিল। যেকেউ এই স্ট্যাটাসটি দেখতে পেতো। এখন এই দৃশ্যমানতাকে সীমিত করে এনে ‘মাই কন্ট্যাক্টস’-কে বাই ডিফল্ট করা হয়েছে।

ভার্জ জানায়, এই ফিচারে একজন ব্যাক্তি কোনোভাবেই অপরিচিত কারও এই স্ট্যাটাসটি দেখতে পারবে না। অপরিচিত ব্যক্তির অনলাইনে উপস্থিতি এখন সীমিত করা হয়েছে।

‘লাস্ট সিন’ এ মাই কন্ট্যাক্টস অপশনটি আগে থেকেই আছে। কিন্তু এটি ডিফল্ট হিসেবে সেট করা থাকতো না। এছাড়া ‘নোবডি’ নামে আরও একটি অপশন রয়েছে. যেখানে কেউই ‘লাস্ট সিন’ দেখতে পারবে না। সাধারণত কোনও ব্যবহারকারী অনলাইনে সর্বশেষ কখন ছিল, বা যদি তখন অনলাইনে থাকে, সেটা স্ট্যাটাস হিসেবে দেখা যায়। এটা করা হয়েছিল বন্ধু বা পরিবারের সদস্যদের ট্র্যাক করার জন্য। কিন্তু ডব্লিউএ বিটাইনফো জানায়, কিছু থার্ড পার্টি অ্যাপ এটাকে অন্যভাবে ব্যবহার করছে।

অ্যাপটি নির্দিষ্ট ব্যবহারকারীদের সামগ্রিক চাহিদা মেটাবে। এখানে ‘লাস্ট সিন’ ভিজিবিলিটিতে মাই কন্ট্যাক্টস অপশন চালু থাকলে থার্ড পার্টি অ্যাপ এই লগইন অপশনটি দেখতে পারবে না।

প্রাইভেসি সেটিংস এ এটিই একমাত্র পরিবর্তন নয়। ডব্লিউএবিটাইনফো জানায়, নভেম্বরে হোয়াটসঅ্যাপ ‘মাই কন্ট্যাকস একসেপ্ট’ নামে আরও একটি অপশন পরিক্ষামূলকভাবে চালু করেছে যেখানে কন্ট্যাক্টে থাকা নির্দিষ্ট কিছু মানুষের কাছে ‘লাস্ট সিন’ ভিজিবল থাকবে। এছাড়া প্রাইভেসি ফিচারে ডিজঅ্যাপেয়ারিং মেসেজও বাই ডিফল্ট করেছে হোয়াটসঅ্যাপ।