নতুন বছর উপলক্ষে গুগলের ডুডল

বছরের বিদায় বেলায় ইংরেজি নববর্ষকে উদযাপন করতে নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল। এবারের ডুডলে রয়েছে ক্যান্ডি, মিঠাই আর জ্যাকলাইট। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের স্থানীয় সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই প্রদর্শিত হয়েছে এই গুগল ডুডল। এছাড়া নতুন বছরকে উদযাপন করতে আলাদা করে কিছু মিঠাই যোগ করা আছে এখানে।

সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এবারের গুগল হলিডে ডুডলে রয়েছে বড় আকারের একটি ক্যান্ডি। ডুডলটা দেখে বোঝা যাচ্ছে ডিসেম্বর ৩১ তারিখে রাত ঠিক ১২টা বাজলেই এটি ফেটে পড়বে। গুগলের অন্যান্য অক্ষরগুলোও রয়েছে বিভিন্ন রঙের সাজে। অক্ষরগুলোকে ঘিরে রেখেছে জ্যাকলাইটগুলো।

তবে এবারের গুগল ডুডলটি অনেক বেশি ব্যাখ্যামূলক নয়। বরং এবারের ডুডলটির ডিজাইন তুলনামূলক স্পষ্ট এবং সোজাসাপটা হওয়ায় তা অনেকেরই প্রশংসা অর্জন করেছে। নতুন ডিজাইনের ব্যাপারে গুগলের পক্ষ থেকে জানানো হয় হ্যাপি নিউ ইয়ার।