৪ জানুয়ারি কী হবে ব্ল্যাকবেরির?

ব্ল্যাকবেরি বন্ধের খবরটি এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার এটি বন্ধের খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। কখনও এসেছে প্রতিষ্ঠান বন্ধের খবর, আবার কখনও এসেছে ডিভাইসের উৎপাদন বন্ধের খবর। তবে এবার খুব নির্দিষ্টভাবেই ডিভাইস হার্ডওয়্যার বন্ধের ঘোষণা এসেছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, আগামী ৪ জানুয়ারি থেকে ব্ল্যাকবেরির সফটওয়্যার দিয়ে পরিচালিত সব মোবাইল ও ট্যাবলেট আর কাজ করবে না। অর্থাৎ ব্ল্যাকবেরি ৭.১ অথবা তার আগের, ব্ল্যাকবেরি -১০ অথবা এর ট্যাবলেট অপারেটিং সিস্টেম, ব্ল্যাকবেরি প্লেবুক— এগুলো আর কাজ করবে না। ওয়াইফাই বা সেলুলার ডাটা চালু থাকা অবস্থায় ডাটা ব্যবহার করে কোনও ফোন কল বা এসএমএস করা নাও যেতে পারে।

অর্থাৎ জানুয়ারি ৪ তারিখের পর থেকে সেটটিকে শুধু পেপারওয়েট হিসেবে ব্যবহারের সুযোগ থাকছে। আশার কথা হলো— যেসব ব্ল্যাকবেরি সেটে অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবহার করা হয়েছে, সেগুলো আগের মতোই চলবে।

ভার্জ জানায়, বিভিন্ন সময় ব্ল্যাকবেরি বন্ধ ঘোষণার কারণ হলো— ধীর গতিতে এর বাজারের পতন। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে নতুন ওএস ব্ল্যাকবেরি-১০ বাজারে এনে। কিন্তু সেটাও ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর ২০১৫ সালে ডিভাইসটি নিজের ওএস বাদ দিয়ে অ্যান্ড্রয়েডে চলে যায়। পরের বছর টিসিএলের সঙ্গে সেট তৈরির চুক্তি করে। এভাবেই গড়িয়ে গড়িয়ে এগোতে থাকে প্রতিষ্ঠানটি। সবশেষে ২০২০ সালে জানানো হয়— এটি ৫জি স্মার্টফোন আনবে এবং ২০২১ সালে এর নতুন সেট বাজারে আসবে।

কিন্তু তার পর থেকে আর কোনও খোঁজখবর পাওয়া যায়নি। এবার এলো বন্ধের খবর।