টেলিটকের ফাইভ-জি টাওয়ার তৈরি করবে সামিট টাওয়ার্স

মোবাইল ফোন অপারেটর টেলিটকের জন্য সারাদেশে টাওয়ার স্থাপন করবে সামিট টাওয়ার্স। এজন্য টেলিটকের সঙ্গে টাওয়ার শেয়ারিং নীতিমালার আওতায় চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান শেয়ার হোল্ডার সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদ খানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও সামিট টাওয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আরিফ আল ইসলাম।

মো. সাহাব উদ্দিন জানান, দেশজুড়ে পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) নেটওয়ার্ক সেবা বিস্তারের লক্ষ্যে ২ হাজার ৫০০ বেজ স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদ খান বলেন, ইতোমধ্যে সামিট টাওয়ার্স লিমিটেড ৫৬টি জেলায় ৭০০ টাওয়ার নির্মাণ করেছে। বাকি জেলাগুলোতেও টাওয়ার সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।