সাফারি থেকে ব্যক্তিগত তথ্য পাচার

অ্যাপলের ‘সাফারি ১৫’ থেকে ব্রাউজিংয়ের তথ্য পাচারের অভিযোগ উঠেছে। পাশাপাশি গুগল অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্যও নাকি পাচার হচ্ছে এর মাধ্যমে। এমনটাই বলছে নাইনটুফাইভম্যাকের বরাতে ব্রাউজার ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ফ্রড ডিটেকশন সার্ভিস ফিঙ্গারপ্রিন্টজেএস।

সংস্থাটির ধারণা, অ্যাপলের ইনডেক্সডডিবি নামের একটি এপিআই থেকে এই তথ্য পাচার হতে পারে।

ফিঙ্গারপ্রিন্টজেএস জানায়, ইনডেক্সডডিবি একটি সেইম-অরিজিন পলিসি মেনে চলে। এই পলিসি অনুযায়ী ব্যবহারকারী যদি কোনও একটি ট্যাবে তার ই-মেইল অ্যাকাউন্টের পাশাপাশি একই ব্রাউজারের অন্য কোনও ট্যাবে ম্যালিসিয়াস (ভাইরাসযুক্ত) কোনও ওয়েব পেইজ চালু করে, তবে মেইল চালু করা ট্যাব থেকে অন্য ট্যাবে চালু রাখা ওই ক্ষতিকর সাইট কোনও তথ্য চুরি করতে পারবে না।

কিন্তু দেখা যাচ্ছে, সাফারির ১৫তম সংস্করণ এই পালিসি মানছে না। এটি প্রাইভেট ব্রাউজিং মুড থেকেও তথ্য পাচার করছে বলে মন্তব্য করে ফিঙ্গারপ্রিন্টজেএস।

ভার্জ জানায়, এটি নিয়ে আপাতত কিছুই করার নেই ব্যবহারকারীদের। তারা চাইলে ম্যাকওএস থেকে অন্য ব্রাউজার ব্যবহার করতে পারে। কিন্তু আইওএস যেহেতু তৃতীয় পক্ষের ব্রাউজার ব্যবহারের অনুমতি দেয় না তাই সেগুলোও নিরাপদ নয়। এ বিষয়ে অ্যাপল এখনও মন্তব্য করেনি।