পডকাস্ট তৈরি করতে তিন লাখ ডলার দেবে ইউটিউব

অ্যামাজন, অ্যাপল এবং স্পুটিফাই’র সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ইউটিউব। ব্লুমবার্গ জানায়, ইউটিউব পডকাস্টারদের বিভিন্ন শো’র ফিল্ম সংস্করণ ভিডিও তৈরি করতে মূল্য হিসেবে একেকজনকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছে। আর একেকটি পডকাস্ট নেটওয়ার্ক পেতে পারে দুই থেকে তিন লাখ ডলার।

তবে এই ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে গুগল। এনগেজেট জানায়, ইউটিউবে কিছু ভালো পডকাস্ট থাকলেও স্পুটিফাই বা অন্যান্য কিছু অডিওভিত্তিক প্ল্যাটফর্মের মতো খুব ভালো মানের তেমন কোনও পডকাস্ট নেই। অবশ্য পরিবর্তনের আরও কিছু ঢেউ এসেছে ইউটউবে। যেমন পডকাস্টিং বিভাগের প্রধান হিসেবে কাই চুক’কে নিয়োগ দেওয়া। আবার কানাডায় ব্যাকগ্রাউন্ড অডিও প্লে-তে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা আর বাধ্যতামূলক নয়।

এ ধরনের কৌশলকে মোটেও বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছে এনগেজেট। অ্যামাজন ও স্পুটিফাইয়েরও এমন কিছু অফার রয়েছে। আবার অনেক শো এরই বড় একটি মাধ্যম হলো অ্যাপল পডকাস্ট।