ফোরজি সেবায় এগিয়ে রবি

মোট গ্রাহকের ৪৪ দশমিক ৪ শতাংশ গ্রাহক নিয়ে ২০২১ সালে ফোরজি সেবায় নেতৃত্ব আরও সুসংহত করেছে রবি। ২০২১ সালে রবি’র মোট গ্রাহকের ৭৩ দশমিক ৭ শতাংশ গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। বুধবার (১৬ মার্চ) ২০২১ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে অপারেটরটি। ২০২১ সালে রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৪ জিবি ডাটা ব্যবহার করেছেন।  

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও সিএফও এম রিয়াজ রশীদ বলেন, মার্কেটে আমাদের প্রবৃদ্ধির কৌশল ধারাবাহিকভাবে কাজ করায় আমরা আনন্দিত। ২০২১-সহ টানা তিনবছর রবি টেলিকম খাতে সর্বোচ্চ আয় বৃদ্ধির হার নিশ্চিত করেছে।

মুনাফার প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ সালে মুনাফা অর্জন করতে পারলেও ২ শতাংশ ন্যূনতম করের ফলে গুরুতর ক্ষতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই অযৌক্তিক করের বাধ্যবাধকতা না থাকলে আমাদের মুনাফা ১৮০ কোটি টাকার পরিবর্তে ৩৪৩ কোটি টাকা হতো।

তিনি আরও বলেন, ২ শতাংশ ন্যূনতম কর প্রত্যাহার করা হলে আমরা ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬৩ কোটি টাকা বেশি মুনাফা করতে পারতাম।

২০২১ সালে রবি আয় করেছে ৮ হাজার ১৪২ কোটি টাকা।  ২০২১ সালে রাষ্ট্রীয় কোষাগারে ৪ হাজার ৫৭৫ কোটি টাকা জমা দিয়েছে।