‘ডিজিটাল সোনার বাংলা গড়তে শিক্ষাকে ডিজিটাল করতে হবে’ 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সোনার বাংলা গড়তে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করতে হবে। তিনি বলেন, ‘মনে রাখতে হবে ডিজিটাল যুগে দক্ষ মানবসম্পদই সবচেয়ে বড় সম্পদ। এজন্য দক্ষ মানবসম্পদ তৈরির কারিগরদের যথাযথ হাতিয়ার দিয়ে সজ্জিত করে উপযুক্ত মর্যাদা দিতে হবে।’

সোমবার (২৮ মার্চ) ঢাকায় জাতীয় শিক্ষা ব‌্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) মিলনায়তনে নায়েম পরিচালিত ১৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ‌্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও টেলিযোগাযোগ, শিল্প, বাণিজ‌্যসহ প্রতিটি খাতের মতো শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তিনি ২৬ হাজার প্রাথমিক বিদ‌‌্যালয় জাতীয়করণ করেন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেন। বঙ্গবন্ধু বাঙালির শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথ-নকশা প্রণয়ন করে গেছেন। তিনি আজকের ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছেন। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই এগোতে পেরেছি।’

শিক্ষায় ডিজিটাল রূপান্তরে তার ৩৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শিক্ষায় ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। অফলাইন এবং অনলাইন এ দুটির সংমিশ্রণে আমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ইতোমধ‌্যে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অবিস্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে নায়েমের ডিজি প্রফেসর ড. মো. নিজামুল করিমসহ প্রমুখ বক্তৃতা করেন।