ফিশিং ঠেকাতে সতর্কতার ব্যানার আসছে গুগল চ্যাটে

গুগল চ্যাটে হ্যাংআউট অপশনটি সরিয়ে এর পরিবর্তে ডিসপ্লে ব্যানার বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই ব্যানারে ফিশিং অথবা ম্যালওয়্যার আক্রমণের অ্যালার্ট প্রদর্শন করা হবে জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ।

গুগল আই-ও ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানটি নিরাপত্তার বেশ কিছু দিক নিয়ে আলোচনা করে। এর মধ্যে সম্ভাব্য নিরাপত্তার বিষয়ে সতর্ক করা এবং কীভাবে সমাধান করতে হবে তার পরামর্শ দেওয়ার বিষয়ও ছিল। এছাড়া দুই ধাপে ভেরিফিকেশনসহ বিভিন্ন ধাপে তথ্যের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।

গুগলের এ ধরনের ফিশিং সতর্কতা ব্যানার প্রথম দেখা যায় জিমেইলের ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে। যেখানে ম্যালওয়্যার, ফিশিং অথবা র‌্যানসামওয়্যারের মতো আক্রমণ নিয়ে ব্যবহারকারীকে বিভিন্ন লিংকে ঢুকতে প্রলুব্ধ করার বিষয়ে সতর্ক করা।

এপ্রিলে গুগল তার ব্যানারগুলোকে গুগল ডকস, শিটস এবং ড্রয়িং পর্যন্ত প্রসারিত করে ব্যবহারকারীদের আক্রমণের বিষয়ে সতর্ক করে।

ভার্জ আরও জানায় আগামী কয়েক সপ্তাহের ভেতরেই ফিচারটি চালু হবে। এটি গুগলের ওয়ার্কস্পেস কাস্টমারসহ যেকোনও ব্যক্তিগত অ্যাকাউন্টেও কাজ করবে।