স্ট্রিমিং-এর অনলাইন স্টোর নিয়ে ভাবছে ইউটিউব

ভিডিও স্ট্রিমিং-এর জন্য অনলাইন স্টোর চালুর পরিকল্পনা করছে ইউটিউব। এ তথ্য জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল। এজন্য ইউটিউব বিভিন্ন বিনোদন প্রতিষ্ঠানের সঙ্গে কথাও বলেছে এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, প্রায় ১৮ মাস হলো ইউটিউব এ নিয়ে কাজ করছে। আশা করা যাচ্ছে আগামী মাসেই নতুন সেবাটি চালু হবে। অবশ্য ইউটিউব ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে রয়টার্স জানায়, আরও বেশি ব্যবহারকারীকে স্যাটেলাইট টিভি বা কেবল টিভি থেকে সরিয়ে এনে সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং সার্ভিসে আনতে ইউটিউব সম্প্রতি রকু ও অ্যাপলের সঙ্গে একজোট হওয়ার পরিকল্পনাও করছে। এই প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই স্ট্রিমিং বাজারের একটি বড় অংশ নিয়ে আছে।

সম্প্রতি ওয়ালমার্ট তাদের মেম্বারশিপ সার্ভিসের ভেতর বিনোদন স্ট্রিমিংকে সংযুক্ত করতে বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।