বিউবিটিতে মোবাইল অ্যাপ অ্যান্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধন প্রতিমন্ত্রী পলকের

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আইসিটি বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত মোবাইল অ্যাপস অ্যান্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (৮ অক্টোবর) ছিল এই আয়োজন। আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন– বিইউবিটি ভিসি ফাইয়াজ খান, ট্রাস্টি বোর্ড সদস্য ড. শফিক, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড.শফিক আহমেদ সিদ্দিক, প্রযুক্তিবিদ ড. মুহাম্মাদ কায়কোবাদ প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তত্ত্বাবধানে ল্যাবটিতে রয়েছে ১০টি বিশেষায়িত পিসি।

অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল গেম প্রকল্পের আওতায় এখন পর্যন্ত সারা দেশে ৮টি গেম টেস্টিং সেন্টার এবং ৩২টি মোবাইল অ্যাপ ও গেম টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া শিশু স্বাস্থ্য, শিক্ষা বিষয়ক ১০০টি মোবাইল গেমসহ ৩০টির বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশন উন্নয়ন করা হয়েছে।