মোবাইল নেটওয়ার্ক চালু রাখা নিয়ে শঙ্কা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিকল্প ব্যবস্থায় মোবাইল ফোন অপারেটররা নেটওয়ার্ক চালু রাখার চেষ্টা করছে। সোমবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব।

বিবৃতিতে অ্যামটব জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এ অবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প ব্যবস্থায় ব্যাটারি ও জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানিয়েছে অ্যামটব।