রবির ৩ গ্রাহককে সম্মাননা, স্টার্টআপে বিনিয়োগ করবে আড়াই কোটি টাকা

দেশে সেবাদানের ২৫ বছর পূর্ণ করলো মোবাইল ফোন অপারেটর রবি। অপারেটরটি ১৯৯৭ সালে একটেল নামে যাত্রা করেছিল। পরবর্তী সময়ে নাম বদলে হয় রবি। ২৫ বছর পূর্তি উপলক্ষে অপারেটরটির ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্যোগ আর-ভেঞ্চারস ৩.০ চালুর ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় স্টার্টআপগুলোতে ২৫ আড়াই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের কথা জানানো হয়। এছাড়া দীর্ঘদিন ধরে সেবা গ্রহণ করছেন এমন তিন গ্রাহককে সম্মাননা জানিয়েছে রবি।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন রবির প্রধান নির্বাহী রাজীব শেঠি।3 PR Picture

আর্থ-সামাজিক উন্নয়নে রবির অবদানের কথা তুলে ধরে রবির সিইও রাজীব শেঠি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা ৩০ হাজার কোটি টাকা মূলধনী বিনিয়োগ করেছি এবং প্রায় ৩৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি। বর্তমানে সারাদেশে আমাদের বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রমের ফলে ১ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

রবির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, কোম্পানির ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করবে আমরা উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা তার ওপর। এই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার হবে গ্রাহদের মূল্যবান মতামত শোনা। ব্যবসায়িক বিস্তৃতিতে যথাযথ সুযোগ এবং নির্দেশনা দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সামগ্রিকভাবে সরকারকে ধন্যবাদ জানান রাজীব শেঠি।

এর আগে অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায় অগ্রগতির জন্য রবির অন্যতম প্রধান কৌশল হিসেবে কাজ করছে ভবিষ্যৎ পরিকল্পনা। ফলে ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই খাতে এক ধাপ এগিয়ে রয়েছে রবি। তাই সফলতার সাথে ২৫ বছর পূর্তি উদযাপনের এই মুহূর্তে আমাদের গ্রাহকদের আশ্বস্ত করতে চাই—আগামীর ডিজিটাল ভবিষ্যতে তাদের জীবনে নতুন এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত।

সিসিও’র বক্তৃতার শেষে ২৫ বছর পূর্তি উৎযাপন উপলক্ষে একটি অনুপ্রেরণামূলক টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) উন্মোচন করা হয়। টিভিসিতে বাংলাদেশি যুবক জয় বড়ুয়া লাবলুর গল্প তুলে ধরা হয়, যিনি হাত নেই অথবা হাত কেটে ফেলতে হয়েছে এমন মানুষদের জন্য স্বল্পমূল্যের রোবটিক হাত তৈরি করে বিশ্বে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি জলবায়ু এবং উদ্ভাবন বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেন তিনি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। অনুষ্ঠানে রবির দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল অভিনেত্রী সাফা কবির ও সিয়াম আহমেদকে পরিচয় করিয়ে দেওয়া হয়।