মেসেজিংয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ টেস্ট করছে গুগল

অ্যান্ড্রয়েড রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) গ্রুপ চ্যাটে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ বা ইটুইই পরীক্ষা শুরু করেছে গুগল। কিছু ব্যবহারকারী এর বিটা সংস্করণে ইতোমধ্যেই এর অ্যাকসেস পাওয়া শুরু করেছেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এবারের আই/ও ২০২২ ডেভেলপার কনফারেন্সে জানানো হয়, এ বছরের শেষ নাগাদ এটি বড় আকারে চালু করা হবে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, ওয়ান-অন-ওয়ান ম্যাসেজিংয়ে এটি চালু করার ১৮ মাস পর গ্রুপ ম্যাসেজিংয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশনটি চালু করতে যাচ্ছে গুগল। গত নভেম্বর থেকে এর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। অনেক ক্যারিয়ার এবং ফোন প্রস্তুতকারী কয়েক বছর হলো আরসিএস চালু করা শুরু করেছে। যার মাধ্যমে উচ্চ মানের ছবি এবং ভিডিও আদান-প্রদানসহ রিড রেসিপেন্ট এবং ইটুইই করা সম্ভব হচ্ছে। অবশ্য ৩০ বছরের পুরোনো এসএমএস ফরম্যাট এটাকে সাপোর্ট করে না। শুধু একটিমাত্র প্রতিষ্ঠানই আরসিএস চালুর বিষয়ে তাদের নাক উঁচু করে রেখেছে, সেটা হলো অ্যাপল।

এদিকে গুগল অ্যাপলকে আরসিএস নিতে অনুরোধ করলেও তাতে খুব একটা লাভ হয়নি। এদিকে গত সেপ্টেম্বরে অ্যাপলের প্রধান টিম কুক মজা করে বলেন, যেসব আইওওস ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ভিডিও পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সমাধান হিসেবে তাদের প্রিয়জনদের একটা আইফোন কিনে দিতে পারেন।

তবে গুগল অবশ্য আইওএস এবং অ্যান্ড্রয়েডয়ের ভেতরে ইন্টারপোর্টেবিলিটি নিয়ে কাজ করছে। আবার এখনও কিছু প্রতিষ্ঠান অন্যান্য ডিভাইসে আইম্যাসেজ অ্যাকসেস করানো নিয়ে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সানবার্ড নামে একটি প্রতিষ্ঠান জানায়, তারা অ্যান্ড্রয়েডে আইম্যাসেজকে পাঠাতে সক্ষম হয়েছে।