লাইভ চ্যাটে নতুন ফিচার আনছে ইউটিউব

কমেন্ট ও লাইভ চ্যাটে টুইচ-স্টাইলে কাস্টম গ্লোবাল ইমোটি আনতে যাচ্ছে ইউটিউব। তিন জন ইনডিপেনডেন্ট ক্রিয়েটর মিলে ইমোটির প্রথম ব্যাচটি তৈরি করেছে। ইমোটিগুলো গেমিংকে ফোকাস করে করা যদিও এগুলোকে যেকোনও চ্যানেলেই দেখা যাবে। ভবিষ্যতে ইউটিউব অন্যান্য কমিউনিটির জন্যও ইমোটি ডেভেলপ করবে বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট।

ইমোটিগুলো ব্যবহার করতে চাইলে লাইভ চ্যাটের স্মাইল ফেস আইকনে ক্লিক করতে হবে। ব্যবহারকারীর যদি সেই চ্যানেলের মেম্ববারশিপ থাকে, যে চ্যানেল তার নিজস্ব কাস্টম ইমোজি অফার করে, তাহলে সেই চ্যানেলে ব্যবহারকারী সেই নতুন ইমোজিগুলো দেখতে পারবে।

এনগেজেট জানায়, যেহেতু এগুলো টুইচ ইমোটি, তাই ব্যবহারকারী চাইলে সেগুলোর ইউটিউব ইমোটি নাম গুগলো টাইপও করতে পারে। যেমন- ‘ক্যাট-অরেঞ্জ-হুইসলিং’ অথবা ‘টেক্সট-গ্রিন-গেম-ওভার’ ইত্যাদি টাইপ করলে অটো কম্প্লিট ফাংশন সেই ইমোটি এবং ইমোজি অপশনকে দেখাবে।