ট্রান্সজেন্ডারদের উন্নয়নে সহযোগিতা দেবে বিসিসি

দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ট্রান্সজেন্ডারদের ডিজিটাল প্রযুক্তির আওতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এ লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার সঙ্গে বিসিসির একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসির সভা কক্ষে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। এ সময় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ-সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠিকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা উন্নয়নের এবং বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠান দুটির প্রধানরা একমত পোষণ করেন।

অনুষ্ঠানে রণজিৎ কুমার একটি দেশ ও সমাজের জন্য ট্রান্সজেন্ডারদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। কাউকে পেছনে ফেলে নয় সবাইকে নিয়ে এক সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ বির্নিমাণের মধ্য দিয়ে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এ কার্যক্রমটি সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।