ফেসবুকের ব্যবহারকারী এখন ২০০ কোটি

গত দুই দশক ফেসবুকে শুধু অগ্রগতিই হয়েছে। সম্প্রতি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দুই বিলিয়ন বা ২০০ কোটিতে পৌঁছেছে। মেটার সর্বশেষ ত্রৈমাসিকে ফেসবুকে সর্বোচ্চ ১৬ মিলিয়ন ব্যবহারকারী যোগ হয়েছে।

অবশ্য সংবাদ মাধ্যম এনগেজেট জানিয়েছে, এই সংখ্যাটিতে ফেসবুকই প্রথম নয় বরং এর আগে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি পার করেছে। অবশ্য মেটার ২০২২ সালের রেভিনিউ আশানুরূপ হলেও তা আগের বছরের তুলনায় চার শতাংশ কমেছে।

এনগেজেট জানায়, বিশ্লেষকদের সঙ্গে ফোনালাপে জাকারবার্গ জানায়, প্রতিষ্ঠানটির কর্মদক্ষতা বাড়াতে মেটা তার ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত রাখবে। পাশাপাশি আগামী বছরগুলোতে তারা জেনারেটিভ এআইকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। জাকারবার্গ বলেন, জেনারেটিভ একটি অসাধারণ জায়গা যার অনেক রকমের অ্যাপ্লিকেশন রয়েছে। এটা নিয়ে আমরা এমন গবেষণা করতে চাই যেন এর নেতৃত্বের পর্যায়ে আমরা থাকতে পারি।

মেটাভার্সে বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হয়েছে মেটা এমনটাই মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। তার রিয়েলিটি ল্যাব, ভিআর, এআর এবং মেটাভার্স প্রজেক্টে গত বছরের শেষ ত্রৈমাসিকেই প্রতিষ্ঠানটি ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার খুইয়েছে। আর সারা বছরে ক্ষতির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার। ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।