ইউটিউবে নতুন ফিচার

বছর ধরে পরীক্ষা চালানোর পর গো লাইভ টুগেদার নামে নতুন ফিচার আনলো ইউটিউব। নতুন এই ফিচারে একজন ক্রিয়েটর কোনও লাইভ স্ট্রিমের সহ-হোস্ট হতে পারবেন। তবে সেই ক্রিয়েটরের অন্তত ৫০ জনের ওপরে সাবস্ক্রাইবর থাকতে হবে। এই শর্ত পূরণ করতে পারলেই তিনি একটি লাইভ স্ট্রিমের হোস্ট হিসেবে অন্যকে আমন্ত্রণ পাঠাতে পারবেন। তবে এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে কাজ করবে।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, ব্যবহারকারী চাইলে ডেস্কটপে এর শিডিউল করে নিতে পারবেন। তবে লাইভ স্ট্রিমের জন্য অবশ্যই গেস্ট এবং হোস্টকে মোবাইল ডিভাইস ব্যবহার করতে হবে। ফিচারটি ব্যবহার করতে চাইলে প্রথমে ইউটিউব অ্যাপের ‘ক্রিয়েট’ এ ট্যাপ করতে হবে। এর পর ‘গো লাইভ টুগেদার’ এ ট্যাপ করতে হবে। এরপর স্ট্রিমের বিস্তারির তথ্য সেখানে দিয়ে ‘ইনভাইট আ কো-স্ট্রিমার’ সিলেক্ট করে লিংকটি তার কাছে পাঠিয়ে দিতে হবে। এর পরে ‘গো লাইভে’ ক্লিক না করা পর্যন্ত সেটি ওয়েটিং রুমে থাকবে।

এখানে ফলোয়ারদের সংখ্যার কোনও সীমা নেই। তবে গেস্ট কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে তার জন্য হোস্ট দায়ী থাকবেন। এখান থেকে হোস্ট বিজ্ঞাপনের বিনিময়ে আয়ও করতে পারবেন যেটা প্রি, মিড এবং পোস্ট রোল ফর্মে আসবে। একইরকম আরও একটি ফিচার এনেছে ইউটিউব, যেখানে শপিং লাইভ স্ট্রিমেও কো-হোস্ট হতে পারবে ক্রিয়েটর। এটি কোনও ব্র্যান্ড চ্যনেলের কো-হোস্টিং এবং রিডাইরেক্ট দুটোই সমর্থন করে।