রিলের দৈর্ঘ্য বাড়িয়েছে ফেসবুক

রিল ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ফলে এতে নতুন নতুন ফিচার আনা শুরু করেছে এর মূল প্রতিষ্ঠান মেটা। তারই অংশ হিসেবে সম্প্রতি ফেসবুক রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করা হয়েছে যা আগে ছিল ৬০ সেকেন্ড।

অবশ্য গত জুলাইতেই ইনস্টাগ্রামের রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করা হয়েছিল। তবে এগুলোর কোনোটাই টিকটকের ধারেকাছে নেই। কেননা বর্তমানে টিকটকে ১০ মিনিট পর্যন্ত ভিডিও করা যায়।

এই বিষয়ে এনগেজেট জানায়, টিকটক এবং ইনস্টাগ্রাম উভয়ে গানের সঙ্গে ক্লিপ সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা আছে। ফেসবুকেও গ্রুভ নামে এই ফিচারটি সংযুক্ত করতে যাচ্ছে।

মেটা জানায়, তারা ভিজ্যুয়াল বিট টেকনলজি ব্যবহার করেছে। যার ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে গানের গতি এবং বিটের সঙ্গে তাল মেলানো যাবে।

এ ছাড়া ফেসবুকে আরও একটি ফিচার আসতে যাচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারী তার মেমোরিকে রিলে রূপান্তর করতে পারবে। এতে প্রচলিতে টেমপ্লেট ব্যবহারের সুবিধাও আছে। রিল তাদের সবচেয়ে দ্রুততম বেড়ে ওঠা একটি ফরম্যাট বলে দাবি করে মেটা।

গত বছরের তুলনায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে দ্বিগুণ রিল প্লে হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। আবার গত ছয় মাসে রিলের পুনঃশেয়ারও বেড়েছে দ্বিগুণ।