নতুন কিছু শেখার ১০ ওয়েবসাইট

প্রতিদিন নাকের ডগায় ফোন রেখে সময় নষ্ট করছেন বিস্তর। সেই ফোন থেকেও চাইলে শিখে নিতে পারেন মজার অনেক কিছু। তবে তার আগে জানতে হবে সঠিক ঠিকানা।

 

অ্যাটলাস অবসকুরা

আপনার যদি ভূগোলে দারুণ আগ্রহ থেকে থাকে, তাহলে অ্যাটলাস অবসকুরা ওয়েবসাইট থেকে হাতের নাগালেই বিশ্বের বিস্ময়কর ও কম জানা স্থানগুলো সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন। এই ওয়েবসাইট ভ্রমণ টিপস, ব্লগ পোস্ট ও অদ্ভুত সব তথ্যে ভরপুর। এমন কিছু জায়গা সম্পর্কে জানবেন যেগুলোর কথা আগে শোনেননি। 

 

কাম

Calm ওয়েবসাইটটি ভিজিটরদের উদ্বেগ কমাতে, ভালো ঘুমাতে এবং সুখানুভূতি তৈরির উদ্দেশ্যে বানানো। এখান থেকে আপনি প্রতিদিন একটি ভালো অভ্যাস ও মেডিটেশন শিখতে পারবেন।

 

হাউ স্টাফ ওয়ার্কস

আমাদের রোজকার জীবনে এমন অনেক কাজ আছে, যা কীভাবে করতে হয়, বা কোনটা কীভাবে কাজ করে তা আমরা জানি না। সেটা হতে পারে একটি ফিউজ বদলানো, কিংবা গাড়ির পাংচার হওয়া চাকা সারাই করা- এমন অনেক কিছুর সমাধান পাবেন হাউ স্টাফ ওয়ার্কস-এ

 

মেমরাইজ

প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি আরও এক-দুটি ভাষা শিখে রাখা উচিত। আর ভাষা শেখার জন্য মেমরাইজ সাইটটির জুড়ি নেই! এই ওয়েবসাইটে আছে ১৫০টিরও বেশি ভাষা শেখার সুযোগ। এর একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এটি নতুন শব্দ এবং বাক্যাংশ শেখার মধ্য দিয়েই নতুন ভাষা শেখায়।  

 

ক্রিয়েটিভ লাইভ

কোভিড পরিস্থিতিতে 'স্টাডি ফ্রম হোম' বেশ প্রচলিত হয়েছে। এখন ঘরে বসেই ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, ক্রাফটিং ও বিজনেসের কোর্সও করতে পারছেন। ক্রিয়েটিভ লাইভ ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের ওপর ৬৫০ জন বিশেষজ্ঞের দেড় হাজার ক্লাস আছে। যা এখন পর্যন্ত প্রায় এক কোটি বার দেখা হয়েছে।

 

টেড টকস

টেড টকস এমন এক অনুষ্ঠান, যেখানে বিখ্যাত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে লেখক, শিল্পী, বিজ্ঞানী ও নানা শ্রেণির সফল মানুষগুলো তাদের চিন্তাভাবনা ও আইডিয়ার গল্প করেন। তাদের বক্তৃতাগুলো বেশ প্রাঞ্জল ও তথ্যবহুল। সেইসঙ্গে যোগায় অনুপ্রেরণাও।

 

কোড অ্যাকাডেমি

যেকোনও ধরনের প্রোগ্রামিং শিখতে জানতে হয় অ্যালগরিদম। সেটাকেই পরে কোড আকারে লেখার জন্য দরকার হয় একটি প্লাটফর্মের। সেটাই হলো Codecademy। সাড়ে চার কোটিরও বেশি মানুষ এই ওয়েবসাইট থেকে প্রোগ্রামিং শিখছে।

 

৭-মিনিট

যারা সময়ের দোহাই দিয়ে প্রায়ই শরীরচর্চা করার থেকে দূরে থাকেন, তাদের জন্য এই ওয়েবসাইট। ৭ মিনিটে সারা যায় এমন অনেক ব্যায়াম পাবেন এ ওয়েবসাইটে

 

ইয়ামলি

রান্না-বান্না শেখার জন্য ইয়ামলি চমৎকার একটি ওয়েবসাইট। একদম হাতে-কলমে রান্না শিখতে পারবেন এখানে। ক্যাটাগরি ধরে ধরে রেসিপি শেখার ব্যবস্থা আছে এটি। তবে তার আগে করে নিতে হবে সাবসক্রিপশন। 

 

হ্যাক আ ডে

নিজের জীবনকে সহজে ও উৎপাদনশীল করতে দারুণ একটা ওয়েবসাইট। প্রতিদিন মাত্র ৫ মিনিটেই আপনি নতুন কিছু শিখতে পারবেন।