৮ মাসেই বিনিয়োগ তুলে ফেললো দেশীয় কলিং সার্ভিস ‘আলাপ’

দেশীয় ওটিটি (ওভার দ্য টপ) কলিং সার্ভিস ‘আলাপ’। এটা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নেটওয়ার্কে চালু করা হয়। চালু হওয়ার পরে গত ৮ মাসেই কলিং সার্ভিসটি বিনিয়োগকৃত অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে। বর্তমানে এটি লাভজনক অবস্থায় রয়েছে।

আলাপ নামের এই অ্যাপের গ্রাহক বাড়ছে দ্রুতগতিতে। বাড়ছে কলমিনিটও (ব্যবহারের হার)। ফলে দেশীয় অন্যান্য কলিং সার্ভিসের (ইন্টারক্লাউডের ব্রিলিয়ান্ট, আম্বার আইটি ও লিংক থ্রি) পাশাপাশি দ্রুত গতিতে অ্যাপটি এগিয়ে চলেছে।

অ্যাপটি ডেভেলপ করেছে তথ্যপ্রযুক্তির দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। সম্প্রতি ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে রিভ সিস্টেমসের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, সম্পূর্ণ দেশীয় রিসোর্স ব্যবহার করে নিজস্ব আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) থেকে অ্যাপটি আন্তর্জাতিক মানে অ্যাপটি তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা এটি ব্যবহার করে দারুণ অভিজ্ঞতা অর্জন করছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল এটির উদ্বোধন হলেও এর বাণিজ্যিক যাত্রা শুরু হয় একই বছরের ২৬ মার্চ।

সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত অ্যাপটি ১০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। পেইড কলের সংখ্যা ২২০ মিলিয়ন মিনিট। আর গ্রাহকরা রিচার্জ করেছেন ৯ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ।

জানা গেছে, এরই মধ্যে আলাপের প্রথম নম্বর সিরিজ শেষ হয়ে যাওয়ার পথে। শিগগিরই দ্বিতীয় নম্বর সিরিজ চালু করতে পারে বিটিসিএল। আরও জানা গেছে, বিটিসিএল ২০২০ সালে আইপি (ইন্টারনেট প্রোটোকল) টেলিফোনি লাইসেন্স পায়।

জানা যায়, ৩০ পয়সা কলরেট থাকার সময় আলাপে আলাপ হতো বেশি। কলরেট ৪০ পয়সা/মিনিট হওয়ার পর থেকে দৈনিক কলমিনিট (কথা বলার হার) কমতে থাকে। জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কলরেট কমানোর জন্য উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন,আমরা আলাপ চালুর ৮ মাসের মধ্যেই বিনিয়োগ তুলে আনতে পেরেছি। এখন এটি লাভজনক একটি উদ্যোগ। তিনি জানান, যখন কলরেট ৩০ পয়সা ছিল তখন প্রতিদিন কলমিনিট ১২ লাখে উঠে গিয়েছিল। এখন দিনে কল মিনিটের হার সাড়ে তিন লাখের মতো। তার ধারণা, কলরেট কমানো হলে কল মিনিটের সংখ্যা বাড়বে। রাজস্বও বাড়বে।

ড. মো. রফিকুল মতিন জানান, অ্যাপটিতে ৫ জন কনফারেন্স করতে পারবেন। এতে রয়েছে এক সেকেন্ডের পালস। মেসেজ পাঠানো ও কল ফরোয়ার্ড সুবিধা। অ্যাপ থেকে যেকোনও মোবাইল, ল্যান্ডফোন নম্বরে কল করা ও রিসিভ করা যায়।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলাপ অ্যাপের ব্যবহারকারী ৭ লাখ ৬৮ হাজার ৭৩৭ জন।