শহরে ধূলিঝড়, এক পশলা বৃষ্টি

সকালে আকাশ ছিল পরিষ্কার। তবে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস ছিল বৃষ্টির। দুপুর হতে না হতেই আকাশ হয়ে গেলো মেঘলা। দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হলো ধূলিঝড়। এরপর হয়ে গেলো এক পশলা বৃষ্টি৷ আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (২১ মার্চ) আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।