কয়েক জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে

গত কয়েকদিনের পর আবার নামতে শুরু করেছে তাপমাত্রা। দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। ৬ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে। তবে রাতের তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে আসতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গত ২৩ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজারহাটে ৮ দশমিক ৯, শ্রীমঙ্গলে ৯ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭, দিনাজপুর ও  ঈশ্বরদীতে ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।