শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বুধবার (২০ মার্চ) ঢাকায় সারা দিন সূর্যের দেখা পাওয়া যায়নি। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবারের (২১ মার্চ) পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে ৩০ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে ১৭, ডিমলায় ১৪, ঢাকায় ১৩, রংপুরে ১২, সাতক্ষীরায় ৭, সৈয়দপুরে ৬, রাজশাহীতে ৫, চুয়াডাঙ্গা,  কুমারখালী, তাড়াশ ও নিকলিতে ৪, মাইজদীকোর্ট, ময়মনসিংহ,  তেঁতুলিয়া ও  ঈশ্বরদীতে ২, ফেনী, যশোর, বরিশাল, পটুয়াখালী, খুলনা, মোংলা, সিলেট, শ্রীমঙ্গল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলা, কুমিল্লা ও নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।