রাজধানীতে বৃষ্টি, হতে পারে শনিবার পর্যন্ত

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রাবাদ, পান্থপথ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা, গেন্ডারিয়া, বসুন্ধরা ও বনশ্রীসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারের (২২ মার্চ) পূর্বাভাসে বলা হয়—রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়, শনিবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে ১৮ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ১৫, রাজারহাটে ১৩, টেকনাফে ৯, বান্দরবানে ৮, চট্টগ্রাম, ডিমলা, ঢাকায় ৪, মাইজদীকোর্ট ও  রংপুরে ৩, খুলনা, মোংলা, হাতিয়া, সন্দ্বীপ, তেঁতুলিয়া, মাদারীপুরে ২, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলা, ফেনী, চাঁদপুর, তাড়াশ, গোপালগঞ্জ, নিকলিতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা, কুমিল্লা, সিলেট,  শ্রীমঙ্গল, রাজশাহীতে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।