X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রোজায় ভোক্তাদের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ ক্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৭:১৩আপডেট : ২৪ মে ২০১৬, ১৭:১৯

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আসন্ন রমজানে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সভাপতি গোলাম রহমান বলেন, যখন কোনও পণ্যের দাম বাড়তে থাকে তখন ক্রেতারা আরও দাম বৃদ্ধির আশঙ্কায় পুরো মাসের পণ্য এক সঙ্গে ক্রয় করেন। এতে বাজারে বাড়তি চাহিদা সৃষ্টি হয় এবং দাম আরও বৃদ্ধি পায়। তাই আসন্ন রমজান ভোক্তাদের আতঙ্কিত না হয়ে প্রয়োজন অতিরিক্ত পণ্য এক সঙ্গে না কেনার পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘পণ্য ও সেবার মান স্থিতিশীল এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির জন্য ক্যাবের পরামর্শ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
আরও পড়তে পারেন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ডের প্রধানকে হত্যার হুমকি
গোলাম রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, উৎপাদন এবং আমদানি পর্যাপ্ত রয়েছে। কিন্তু রমজান শুরুর দুয়েক মাস আগেই বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন প্যাকেটজাত লবণ কেজি প্রতি ১০-১৫ টাকা বাড়ানো হয়েছে, দুয়েকদিনের ব্যবধানে রসুনের দাম হঠাৎ কেজিতে বেড়েছে ৭০-৮০ টাকা।কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়াচ্ছে। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, প্রতি বছর রমজানের শুরুতেই পণ্যের বাড়তি চাহিদা মেটাতে সরকার টিসিবির মাধ্যমে কয়েকটি পণ্য বাজারজাত করে। এটি সার্বিক চাহিদার তুলনায় অতি সামান্য হলেও এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। তাই এবার রোজা শুরু কয়েকদিন আগে আরও বড় পরিসরে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি প্রস্তাব করেন তিনি।
আরও পড়তে পারেন: প্রয়োজনে ফৌজদারি আইনে পরিবর্তন আসতে পারে

নতুন ভ্যাট আইনের বিষয়ে গোলাম রহমান বলেন, এ সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এতে দ্রব্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, ভ্যাট ফাঁকির পরিমাণ বৃদ্ধি পাবে, অসৎ ব্যবসায়ীরা লাভবান হবেন এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমুখ।

/এসএনএইচ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ