X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তামাকজাত পণ্যে বর্ধিত ভ্যাট আরোপের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৮:২৯আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:৩৬

‘কেমন তামাক-কর চাই’ শীর্ষক প্রাক-বাজেট সংবাদ সম্মেলন আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যে কার্যকর ও বর্ধিত হারে করারোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘কেমন তামাক-কর চাই’ শীর্ষক এক প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনগুলোর মধ্যে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা),ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, অধীর ফাউন্ডেশন, এইড ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ অ্যান্টি টোব্যাকো অ্যালায়েন্স (বাটা) অন্যতম।
আরও পড়তে পারেন: রমজান ও ঈদে চাঁদাবাজি বন্ধে বিশেষ ব্যবস্থা পুলিশের
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রজ্ঞা ও এন্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) সহ-আহ্বায়ক এবং এটিএন বাংলার চিফ রিপোর্টার নাদিরা কিরণ।
তিনি বলেন, সিগারেটের কর আরোপের জন্য ব্যবহৃত মূল্যস্তর প্রথা তুলে দিতে হবে। এ প্রথা কর ফাঁকির অন্যতম প্রধান হাতিয়ার। সব ধরনের সিগারেটের ওপর একই হারে অর্থাৎ খুচরা মূল্যের ৭০ শতাংশ সমপরিমাণ সুনির্দিষ্ট ভ্যাট আরোপ করতে হবে।
সংগঠনগুলোর অন্যান্য দাবির মধ্যে রয়েছে অবিলম্বে তামাকের বিদ্যমান শুল্ক কাঠামোর পরিবর্তে কার্যকর তামাক শুল্কনীতি প্রণয়ন করা, মাথাপিছু আয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর শুল্কারোপের মাধ্যমে প্রতিবছর তামাকপণ্যের দাম বাড়ানো, সিগরেটের প্যাকেট প্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ, গুল-জর্দায় ৭০ শতাংশ ও বিড়ির ৪০ শতাংশ পরিমাণ সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ, তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ  বাড়িয়ে ২ শতাংশ নির্ধারণ করা।
আরও পড়তে পারেন: মোসাদ সদস্যের সঙ্গে তারেকের একাধিকবার দেখা হয়েছে: হাছান মাহমুদ

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে ৪৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি ১৩ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন,যার মধ্যে ২৩ শতাংশ বা ২ কোটি ১৯ লাখ ধূমপানের মাধ্যমে তামাক ব্যবহার করেন এবং ২৭ দশমিক ২ শতাংশ বা ২ কোটি ৫৯ লাখ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সের প্রায় ৭ শতাংশ কিশোর-কিশোরী তামাকপণ্য ব্যবহার করে যা অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মালিক, প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।

/এসএনএইচ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা