X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৫:২৫আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৫:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৪১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০ কোটি ৪৬ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৯৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস, আমান ফিড, কাশেম ড্রাইসেল, মবিল যমুনা, ইফাদ অটোমোবইল, অ্যাকমি ল্যাবরেটরিজ, আলহাজ টেক্সটাইল, সাইফ পাওয়ার, ইবনেসিনা এবং শাহজিবাজার পাওয়ার।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৭ কোটি ৯৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন  বেড়েছে ২ কোটি ৫০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৯১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, কাশেম ড্রাইসেল, সাইফ পাওয়ার, জাহিন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এমারেল অয়েল এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
/এসএনএইচ/

সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
সর্বশেষ খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই