X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে বেড়েছে ৪০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ২৩ কোটি ৬১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ১০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৩ কোটি ৬১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফার কেমিক্যাল, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, ন্যাশনাল টিউবস এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।

সোমবার সিএসইতে লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ৪৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৯ কোটি ১০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৯৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল, ইয়াকিন পলিমার, ফার কেমিক্যাল, লংকা-বাংলা ফাইন্যান্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অ্যাকমি ল্যাবরেটরিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, তিতাস গ্যাস এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ