X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিলেন মনিরুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৪১


এস এম মনিরুজ্জামান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিয়েছেন। রবিবার বিকেলে তিনি এই পদে যোগ দেন। এর আগে তার নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে নতুন এই ডেপুটি গভর্নরকে শুভেচ্ছা জানাতে তার দফতরে ভিড় করছেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের পাশাপাশি  বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে বুধবার (৩০ নভেম্বর) তাকে অবসর গ্রহণ ও পিআরএল সমর্পণ সাপেক্ষে তিন বছরের চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর এসএম মুনিরুজ্জামানের নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ওই চিঠিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির আগ পর্যন্ত চারজন ডেপুটি গভর্নর ছিলেন। আলোচিত রিজার্ভ চুরির ঘটনায় গত মার্চের ১৫ তারিখ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেন। একই ইস্যুতে ওইদিনই দু’জন ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানার চুক্তি বাতিল করে অর্থ মন্ত্রণালয়। এরপর ২৪ মার্চ ড. খলীকুজ্জমানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়। এ কমিটি ২৭ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। পরে আবেদনকারী অর্ধশতাধিক প্রার্থীর মধ্যে ২১ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এতে দুই ধাপে ১৯ জন মৌখিক পরীক্ষা দেন। তাদের মধ্যে তিনজনের নাম সুপারিশ করে কমিটি। কিন্তু তাদের বিরুদ্ধে দুদক ও গোয়েন্দা সংস্থার অভিযোগের কারণে এই সুপারিশ বাতিল করা হয়। পরে দ্বিতীয় দফায় গত ২১ জুলাই কিছু শর্ত শিথিল করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে আবেদনের শেষ তারিখ ছিল ১০ আগস্ট। এ সময় মোট ৩১ জন আবেদন করলে সেখান থেকে মৌখিক পরীক্ষার জন্য ১৭ জনকে ডাকা হয়। এরপর ড. কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সার্চ কমিটি আবার পরীক্ষা নিয়ে নতুন করে পাঁচজনের একটি প্যানেল তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। অর্থ মন্ত্রণালয় থেকে ডেপুটি গভর্নর পদে এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়।

ড. কাজী খলীকুজ্জমান আহমেদকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কেএম মুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. রিজওয়ানুল হুদা।

/জিএম/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?