X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে বেড়েছে ৪৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:২৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমান গত কার্যদিবসের চেয়ে কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৮৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১৭ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ০১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৩ কোটি ৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ২ দশমিক ৯৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পোর্ট অ্যালায়েন্স, ইফাদ অটোমোবাইল, অ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট, কনফিডেন্স সিমেন্ট এবং নাভানা সিএনজি।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৪ কোটি ১১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৪০ কোটি ৪৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২০৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৮ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএসআরএম স্টিল, ফরচুনা সু, অ্যাপোলো ইস্পাত, সামিট পোর্ট অ্যালায়েন্স, কেডিএস এক্সেসরিজ, ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো লিমিটেড এবং বিডি থাই অ্যালুমিনিয়াম।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ