X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে আগুন: ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৭:১৭আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৭:২১

বাংলাদেশের ব্যাংকের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম এর কক্ষে আগুন

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির প্রতিবেদনে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শুভঙ্কর সাহা বলেন, ‘জরুরি ও দাফতরিক কোনও কাগজপত্রের ক্ষতি হয়নি। ঘটনাস্থলে চা বানানোর কেটলি পাওয়া গেছে। এই কেটলি থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, তদন্ত প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ কেটলি বা বাংলাদেশ ব্যাংকের অননুমোদিত কোনোকিছু ব্যবহার না করতে ব্যাংক কর্মকর্তাদের সুপারিশ করা হয়েছে। সব বিভাগের কর্মকর্তারা চলে যাওয়ার পর কেয়ারটেকাররা যেন সার্কিট ব্রেকার বন্ধ করেন, তদন্ত প্রতিবেদনে সে সুপারিশও করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে আধুনিক ফায়ার প্রটেকশন ব্যবহার, একজন কন্ট্রোলার নিয়োগ ও কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসের কক্ষে আগুন লাগে। এতে ওই কক্ষের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে ঘটনার রাতেই ব্যাংকের তিন সদস্যের একটি অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

/জিএম/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!