X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরে সরকার আন্তরিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ২০:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২০:৫৬

বাসসের আয়োজনে মতবিনিময় সভা (ছবি- বাসস) শিশু শ্রমিকদের সর্বনিম্ন বয়স নির্ধারণের ক্ষেত্রে আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এই কনভেনশন অনুস্বাক্ষরের আগে আমাদেরকে যথোপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সমাজে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সমাজে ব্যক্তি পর্যায়ে সবাইকে ১৩৮ ধারার বিষয়গুলো মেনে চলতে হবে। যৌক্তিক পর্যায়ে পৌঁছালে সরকার ১৩৮ ধারা অনুস্বাক্ষর করবে।’
বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘আইএলও কনভেন ১৩৮ ধারা অনুস্বাক্ষর’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ। ২০২৫ সালের মধ্যে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সব পর্যায়ে শিশুশ্রম নিরসন করা হবে। ঝুঁকিপূর্ণ কোন কোন খাতে কী পরিমাণ শিশু শ্রমিক রয়েছে তা সুনির্দিষ্ট করার জন্য দেশের চারটি বিভাগীয় শহরে জরিপ চালানো হচ্ছে।’
শ্রমিকদের কল্যাণে সরকারের হাতে নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু গার্মেন্টে কর্মরত শ্রমিকদের কল্যাণের জন্য সরকার একটি কেন্দ্রীয় তহবিল গঠন করেছে। গত জুলাই থেকে এ পর্যন্ত এই তহবিলে ৩৭ কোটি টাকা জমা হয়েছে। মোট রফতানি মূল্যের শূন্য দশমিক শূন্য তিন শতাংশ অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে এই তহবিলে জমা হচ্ছে। গার্মেন্টেসে কর্মরত যেকোনও শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে তিন লাখ টাকা এই তহবিল থেকে দেওয়া হবে। একইসঙ্গে ২ লাখ টাকা দেওয়া হবে বীমা বাবদ।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই তহবিলে বর্তমানে জমার পরিমাণ ২০৮ কোটি টাকা। এই তহবিল থেকে শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথমবারের মতো এ তহবিল থেকে আগামী মাসে শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য শিক্ষা সহায়তা দেওয়া হবে।’
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহানাজ হুদা। অনুষ্ঠান সঞ্চলনা করেন বাসস-এর বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে