X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

চালু হলো বাংলাদেশ-ভারতের যৌথ পিআর সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ১৭:৩৪আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৭:৩৯

 

চালু হলো বাংলাদেশ-ভারতের যৌথ পিআর সেবা প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত যৌথভাবে পাবলিক রিলেশন (পিআর) সেবা দিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের টাইমস পিআর ও ভারতের লঞ্চার্জ একটি চুক্তি করেছে। দুই প্রতিষ্ঠানের চুক্তি বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার কলকাতার হাজরা, মনোহর পুকুর রোডে লঞ্চার্জের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় টাইমস পিআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল ও ভারতের লঞ্চার্জের সহ-প্রতিষ্ঠাতা পরিচালক রাজিব লোধাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অল ইন্ডিয়ায় এই পিআর সেবা দেবে লঞ্চার্জ। ভারতের বড় শহরগুলোয় আলাদা করে এই সেবা দেওয়া হবে। ভারতের হিন্দি, ইংরেজি, বাংলা, উর্দু, তামিলসহ বিভিন্ন ভাষার সংবাদ মাধ্যমের সঙ্গে তারা কাজ করবে। এদিকে বাংলাদেশে বাংলা ও ইংরেজি ভাষার প্রকাশিত সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে কাজ করবে টাইমস পিআর।
দুই দেশের মধ্যে পিআর চুক্তি সম্পর্কে লঞ্চার্জ পিআর-এর পরিচালক রাজিব বলেন, 'ভারতের কোনও প্রতিষ্ঠানের বাংলাদেশে প্রোডাক্ট লঞ্চিং বা প্রেস কনফারেন্স করার দরকার হলে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে টাইমস পিআর। একইভাবে বাংলাদেশের কোনও প্রতিষ্ঠানের পিআর ভারতে করার দরকার হলে সে ব্যাপারে সহযোগিতা করবে লঞ্চার্জ।' ভবিষ্যতে এই দুই প্রতিষ্ঠান মিলে প্রতিবেশী দেশ ভুটান, নেপাল, মালদ্বীপ ও মায়ানমারেও একই সেবা চালু করবে বলে জানান রাজিব লোধা। টাইমস পিআর সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://timespr.com/ এই ঠিকানা থেকে ও লঞ্চার্জ সম্পর্কে জানা যাবে http://launcherz.com/ এই ঠিকানায়।

/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা