X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রফতানি বাড়াতে নতুন বাজারে প্রবেশের পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৮:৪২আপডেট : ২৪ মে ২০১৭, ১৮:৪২

তোফায়েল আহমেদ রফতানি বাড়াতে নতুন বাজারে প্রবেশ করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার (২৪ মে) ঢাকায় পলিসি রিসার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘ট্রেড এন্ড এক্সচেঞ্জ রেট পলিসাইজ ফর এক্সপোর্ট ডাইভারসিফিকেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে। যেসব দেশ ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে, সেসব দেশে রফতানি বাজার সম্প্রসারণ করতে হবে। বিশ্বের যেখানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে, সেখানেই যেতে হবে। রফতানিকারকদের এজন্য আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন।’

শুধু ইউরোপিয়ন ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থাকার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রফতানি আয় বড়ানোর জন্য পণ্যের সংখ্যা এবং বাজার সম্প্রসারণকে বেশি গুরুত্ব দিয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি আইটি, ওষুধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, চামড়া, জুট পণ্য এবং কৃষিপণ্য রফতানি বড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পণ্য রফতানিতে নগদ আর্থ সহায়তাও দেওয়া হচ্ছে।’

রফতানির লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, সরকার ২০২১ সালে দেশের রফতানির পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে। গত অর্থ বছরে ৩৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি হয়েছে। এ বছর ৩৭ বিলিয়ন মার্কিন ডলার রফতানি হবে। ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রফতানি পণ্য ও বাজার সম্প্রসারণের কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

রফতানিতে বাংলাদেশ অবস্থান ভাল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তি এবং ওষুধ রফতানির ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। উন্নত দেশে ওষুধ রফতানির ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশগুলোর শর্ত শিথিলের মেয়াদ আগামী ২০৩৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে পারে। বাংলাদেশের সে সক্ষমতা আছে। ২০২১ সালের মধ্যে অগ্রাধিকারভুক্ত আইটি, ওষুধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, চামড়া, জুট পণ্য এবং কৃষিপণ্য খাতের রফতানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

উন্নয়নের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি এখন দ্রুত এগিয়ে যাচ্ছে, সব অর্থনৈতিক সূচক এখন উর্ধ্বমূখী। দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। ২০৪১ সালে হবে উন্নত দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের বিশ্ব। যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, দরিদ্র দেশের মডেল বলতেন। তারাই আজ বাংলাদেশকে বলছেন, উন্নয়নের রোল মডেল।’

পলিসি রিসার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইর ভাইস চেয়ারম্যান ড. সাদেক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের লিড ইকনোমিষ্ট অ্যান্ড কান্ট্রি সেক্টর কো-অর্ডিনেটর ড. জাহিদ হোসেন, বিজিএমই এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, চামড়াজাত পণ্য রফতানি কারকদের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ. মনসুর।

/এসআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড