X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২২ ও সিএসইতে কমেছে ৪০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৫:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২২ দশমিক ১২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন  গত কার্যদিবসের তুলনায় কমলেও বেড়েছে সিএসইতে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৭৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৩২ কোটি ১২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪কোটি ২৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৪ পয়েন্টে এবং ৩ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ইফাদ অটোমোবাইল, ইবনে সিনা, সলভো কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, সিএনএ টেক্সটাইল, যমুনা অয়েল, মার্কেন্টাইল ব্যাংক এবং সিটি ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ২৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১১ হাজার ২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৮ হাজার ১৯৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯১ দশমিক ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া, সিএনএ টেক্সটাইল, যমুনা অয়েল, বেক্সিমকো লিমিটেড, ফুরচুনা সু এবং উত্তরা ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?