X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কাতার থেকে এলএনজি গ্যাস আমদানির সিদ্ধান্ত প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৪:২৬আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৪:২৬

তোফায়েল আহমেদ (ফাইল ফটো) দেশের গ্যাস সংকট নিরসনে ২০১৮ সালের মধ্যে কাতার থেকে এলএনজি গ্যাম আমদানির সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ আল দেহিমী। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও  সৌদি আরবসহ যে ছয়টি দেশের সঙ্গে কাতারের কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। ২০২০ সালে দুবাইতে ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছ। কাতার আশঙ্কা করছে এই এক্সপোতে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সেজন্য কাতার ভেনু পরিবর্তন করতে চাচ্ছে। এ বিষয়ে তিনি বাংলাদেশের অবস্থান জানতে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি জানিয়ে দিয়েছি, এটা আমরা করতে পারবো না। কারণ স্থানটি ভোটাভুটির মাধ্যতে নির্ধারণ করা হয়েছিল। আমরা এ পরিবর্তনে রাজি না। সবার সঙ্গে বন্ধুত্ব রেখে সামনে এগোতে চাই আমরা, কারও সঙ্গে বৈরিতা নয়।’

এর ফলে কাতারের সঙ্গে আমাদের বাণিজ্যের কোনও সমস্যা হবে কিনা- প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে। অন্য দেশের সঙ্গে একই সম্পর্ক রাখবো।’

অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাতারের ওপর আবরোধ আরোপের আগে তারা ৭৭ মিলিয়ন টন গ্যাস রফতানি করতো। যা এখন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। কাজেই এই অবরোধে তাদের কোনও সমস্যা হয়নি। ২০১৮ সালের মধ্যে দেশের গ্যাস সংকট নিরসনে আমরা কাতার থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান। বিদ্যমান পরিস্থিতিতে কাতারের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে, সেদেশে অধিক সংখ্যক শ্রমিকও যাচ্ছে। তাই বাণিজ্যে কোনও সমস্যা হবে না।’

 

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ