X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৫ দিন বন্ধ থাকবে প্রাইম ব্যাংক

গোলাম মওলা
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০

প্রাইম ব্যাংকের একটি শাখার সামনে গ্রাহকদের উদ্দেশ্যে নোটিশ

সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত সেবা দিতে ৫ দিন সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বেসরকারি প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিষয়টি ব্যাংকের সব গ্রাহককে মোবাইল এসএমএসর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।  

প্রাইম ব্যাংকের নোটিশ

ব্যাংকটির ঘোষণা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টা থেকে ৩ অক্টোবর রাত সাড়ে ১১ টা পর্যন্ত প্রাইম ব্যাংকের সব ধরণের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। 

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান কার্যালয়সহ বন্ধ থাকবে সব শাখা। নগদ লেনদেন, এটিএম, ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য সব সেবা বন্ধ থাকবে।
 গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে ব্যাংকটির সব শাখায় ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া বিভিন্ন পত্রিকাতেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, আপনার প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামী ৪ অক্টোবর থেকে উন্নত সেবা গ্রহণের জন্য প্রাইম ব্যাংকে আপনাদের স্বাগতম।

গ্রাহকদের জন্য পাঠানো প্রাইম ব্যাংকের এসএমএস

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআরডি মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই ৫ দিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা দিতে আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসছি। আমাদের কোর ব্যাংকিং সিস্টেমে প্রযুক্তির আপডেট ভার্সন চালু করতে যাচ্ছি। এটা বাস্তবায়ন করতে টানা ৫ দিন সব ধরনের গ্রাহকসেবা বন্ধ রাখতে হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যাংক লেনদেন বন্ধ করার বিষয়টি গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। গ্রাহকদের কষ্ট যাতে কম হয়, সেজন্য সরকারি তিন দিন ছুটিকে বেছে নেওয়া হয়েছে।

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম