X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ মে ২০২৪, ১৫:০১আপডেট : ০২ মে ২০২৪, ২১:৪৫

আমি পদ্মা সেতু বানচালে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে চুবানো দরকার, বহুবার বলা হয়েছে। বড় বড় অনুষ্ঠানে এ কথা বলা হয়েছে। আপনারা সেটা কিন্তু গ্রহণ করেননি।

বৃহস্পতিবার (২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

নোবেলজয়ী ড. ইউনূস বলেন, এখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থপাচার করেছি। এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা আপনারা বিবেচনা করবেন। আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন।

তিনি আরও বলেন, আমাকে বলা হয়েছে আমি সুদখোর। বহুবার বলা হয়েছে। আপনারা এটা গ্রহণ করেননি। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে মালিকরাই গ্রহণ করেছে। আমাকে যখন গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয় তখন ৯৭ শতাংশের মালিক ছিলেন তারা। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই করেছেন। আমি একজন কর্মচারী মাত্র। সেটা আপনারা জানতেন। আমি কখনও গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না। কাজেই আপনারা সেটা গ্রহণ করেননি। আমাকে বলা হয়েছে, আমি গরিবের রক্তচোষা। সেটাও আপনারা গ্রহণ করেননি। রক্ত চুষতে হলে যে কাজটা করতে হয়, সেটা আমি করিনি, আপনারা দেখেছেন। আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। রক্ত চুষবো কেমন করে, তাদের মালিকানা দিয়েছি, আর কেউ তো দেয়নি। এটা তো সত্য ঘটনা। এখনও আছেন তারা।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, আজ যে অভিযোগ এনেছে, সেগুলো একই নিয়মের, একই কাহিনির অন্তর্ভুক্ত। কাজেই আপনাদের বিবেচনার ওপর ছেড়ে দিলাম। আজ যে অভিযোগ জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থপাচার এগুলো সত্য কিনা আপনাদের ওপর ছেড়ে দিলাম।

/এআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কচুরিপানার মধ্যে ভাসছিল বস্তাবন্দি লাশ: ২১ বছর পর ৩ জনের যাবজ্জীবন
১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
ব্লগার নাজিম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ জুন
সর্বশেষ খবর
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!