X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৬১, সিএসইতে কমেছে ১১১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৫:২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬১ দশমিক ৪২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১১১ দশমিক ৯১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৫১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৩ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১১৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট কমে এক হাজার ৩৮৪ পয়েন্টে এবং ১৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৫৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি থাই, ইফাদ অটোমোবাইল, ন্যাশনাল টিউবস, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, আলিফ অ্যালুমনিয়াম, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স এবং ন্যাশনাল ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৬ কোটি ৪৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৪৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১১ দশমিক ৯১ পয়েন্ট কমে ১১ হাজার ৪২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮৩ দশমিক ০২ পয়েন্ট কমে ১৯ হাজার ৯১৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৫ দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ৪২৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫৮ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, হামিদ ফেব্রিকস, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংক।
আরও পড়ুন:
সিপিডি’র রিপোর্ট প্রসঙ্গে অর্থমন্ত্রী ‘অল আর রাবিশ’


/এসএনএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে