X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৭, সিএসইতে কমেছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৫:৪৬আপডেট : ২৯ মে ২০১৮, ১৫:৪৭

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২২ দশমিক ৮২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৮৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৫৪ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৩৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে এক হাজার ২৫৩ পয়েন্টে এবং ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, মনো সিরামিক,  নাহি অ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড,  অ্যাডভান্ট ফার্মা, আল-আরাফাহ ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৭০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি  টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৮২ পয়েন্ট কমে ১০ হাজার ১০৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৭০৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে ১২ হাজার ৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,  নাহি অ্যালুমিনিয়াম, অ্যাডভান্ট ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড , মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস ক্যাবলস, মনো সিরামিক, ফরচুন এবং 

/এসএসএ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র