X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আইটি, বিদ্যুৎ ও আবাসনে বিনিয়োগ করবে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৯:৩২আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৯:৩৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি-সংগ্রহীত) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশের বিশেষ ইকোনমিক জোনে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য প্রাথমিকভাবে ৫০০ একর জমি বরাদ্দের কথা বলেছেন। সিঙ্গাপুরের বিনিয়োগ সন্তোষজনক হলে জমির পরিমাণ আরও বাড়ানো হবে।

বুধবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের চলমান বাণিজ্য চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশের ১৫০টির বেশি কোম্পানি সিঙ্গাপুরে বাণিজ্য করছে।

তিনি বলেন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীরা বাংলাদেশ সফরে এসেছেন ৭ জুলাই। ১৩ জুলাই পর্যন্ত তারা বাংলাদেশে থাকবেন। সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। তারা বাংলাদেশে আইটি, পাওয়ার ও হাউজিং সেক্টরে বিনিয়োগ করতে বেশি আগ্রহী বলেও জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃৃত হয়েছে। এলএনজি আমদানি শুরু হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। শিল্প কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের কোনও সমস্যা হবে না।

সিঙ্গাপুর ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সফররত বিজনেস ডেলিগেশনের ডেপুটি চিফ প্রসুন মুখার্জির নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলে রয়েছেন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর- এর প্রেসিডেন্ট মোহা. শহিদুজ্জামান, ফেডারেশনের অ্য্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর কোডি লি, ডিরেক্টর আলান টান, অ্য্যাসিসটেন্ট ম্যানেজার মার্ক ইয়ো, সিঙ্গাপুরে বিএফএন ফুডস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ বাবুল আক্তার প্রমুখ।

/এসআই/ওআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?