X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ শতাংশ সুদে গৃহঋণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৫

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ শতাংশ সুদে গৃহঋণ দেওয়ার বিষয়ে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক চারটি হলো- সোনালী, জনতা , অগ্রণী ও রূপালী ব্যাংক।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর)  অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘এই চুক্তির ফলে এই চারটি ব্যাংক থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন। তবে এই মুহূর্তে শতভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাবেন না। যে কয়টি মন্ত্রণালয় শতভাগ অনলাইন অটোমেশনের আওতায় এসেছে, সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই শুধু এই সুবিধা পাবেন।’ এই মুহূর্তে পাঁচটি মন্ত্রণালয় শতভাগ অটোমেশনের আওতায় এসেছে বলেও জানান তিনি।  

এসময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই ঋণ দেবো, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে থাকতেন যে, অবসরে যাওয়ার পর তারা কোথায় থাকবেন। সরকারের এই উদ্যোগের ফলে সেই আতঙ্ক অনেকাংশে কেটে যাচ্ছে।’

দেশের আবাসন ব্যবস্থার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দেশের শতভাগ মানুষকে এখনও গৃহ-সুবিধার আওতায় আনতে পারিনি, এই মুহূর্তে দেশের ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ আবাসন সুবিধার আওতায় আছেন। তারপরেও বলবো, এই খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং হবে।’

নাগরিক অধিকারের প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘সংবিধানে নাগরিকের যে পাঁচটি সুবিধার কথা বলা আছে সেগুলোর মধ্যে খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, বস্ত্রেও স্বয়ংসম্পূর্ণ। এই মুহূর্তে যাদের বয়স ৪০ বছরের মধ্যে, তাদের সাড়ে ৯৮ থেকে ৯৯ শতাংশ মানুষ স্বাক্ষর-জ্ঞানসম্পন্ন, শিক্ষিত। তবে যাদের বয়স ৪০-এর বেশি, তাদের সবাইকে আমরা এখনও শিক্ষিত করতে পারিনি। শতভাগ তো আর সম্ভব নয়। ৯০ শতাংশে উন্নীত করতে পারলেই আমরা খুশি। স্বাস্থ্যখাতেও আমাদের ব্যাপক উন্নতি হয়েছে। তবে আবাসন খাতে আমরা অনেকটা পিছিয়ে আছি। এই মুহূর্তে দেশের ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ আবাসন সুবিধার আওতায় আছেন, বাকিরা বস্তি ও খুপরি-ঘরে কোনোরকমে দিন পার করছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় অর্থমন্ত্রী জানান, ব্যাংকের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার বিষয়ে ৯ আগস্টের মধ্যে সব ব্যাংক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বলা হয়েছিল কিন্তু সেটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। তবে এটি কার্যকর হবে।

গৃহঋণ দেওয়ার বিষয়ে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তির সময় অর্থ মন্ত্রণালয়ের সচিব আবদুর রউফ তালুকদার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম ও ওই চার ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।  

 

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি