X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বেস্ট ট্রেনিং সাপোর্ট ইনস্টিটিউশন অ্যাওয়ার্ড পেলো ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:৪৭

বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) ‘বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড–২০১৮’ পেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আওতাধীন ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই)। ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ ডিপ্লোমা কোর্স সফলভাবে পরিচালনার জন্য ডিবিআইকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আইটিসির এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ঢাকা চেম্বারের প্রতিনিধির হাতে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করে। ওই অনুষ্ঠানে ডিবিআই’র প্রশিক্ষক শংকর কুমার রায়কে ‘বেস্ট ট্রেনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড–২০১৮’ পুরস্কার দেওয়া হয়।

বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহায়তায় বিশ্বের ৬০টি দেশের ১৯০টি প্রতিষ্ঠান ৬ মাসব্যাপী ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে। এই ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে সফলভাবে ওই ডিপ্লোমা কোর্সটি পরিচালনার জন্য ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট’কে (ডিবিআই) এই স্বীকৃতি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৪ বছর ধরে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহায়তায় বাংলাদেশে একমাত্র ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই) ৬ মাসব্যাপী ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ কোর্সটি পরিচালনা করছে। ইতোমধ্যে এ কোর্সের মাধ্যমে এপর্যন্ত প্রায় ১০০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (আইটিসি) পদক প্রদানের ক্ষেত্রে মূলতঃ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক দক্ষতা ও উন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রম, প্রশিক্ষণ কোর্সের সংখ্যা এবং করপোরেট খাতে এর প্রভাব প্রভৃতি বিষয়কে বিবেচনা করে থাকে।

জানা গেছে, ডিবিআই’র পক্ষ হতে উদ্যোক্তা, করপোরেট এক্সিকিউটিভ এবং চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়নে মার্কেটিং ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক খাত ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের ওপর স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রক্ষিশণ কোর্স পরিচালনা করা হয়।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে