X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এ বছর আয়কর রিটার্ন দাখিল করেছেন ২০ লাখ ব্যক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ২১:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:১৪



আয়কর মেলা ২০১৮ সালে দেশে আয়কর রিটার্ন দাখিল করেছেন ২০ লাখ ৬ হাজার ৭১৫ জন। গত বছর আয়কর রিটার্ন দাখিল করেছিলেন ১৮ লাখ ৩৫ হাজার ১৯০ জন। ফলে গত বছরের তুলনায় এ বছর আয়কর রিটার্ন দাখিল বেড়েছে ২ লাখ ১৩ হাজার। এতে সরকারের আয় হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা।
সোমবার (৩ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদ। এসময় এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিয়াউদ্দিন মাহমুদ জানান, ২০১৭ সালে আয়কর দিবস পর্যন্ত সরকারের রাজস্ব আয় হয়েছিল ১৯ হাজার ৮১০ কোটি টাকা। এ বছরের আয়কর দিবস পর্যন্ত আয় হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা। এর মধ্যে কেবল নভেম্বরেই আয় হয়েছে ৫ হাজার ২৪৮ কোটি টাকা।
তিনি বলেন, ‘নিয়ম অনুসারে ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল। কিন্তু ওইদিন শুক্রবার হওয়ায় ২ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত সময় বাড়ানো হয়।’
জিয়াউদ্দিন মাহমুদ জানান, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২ ডিসেম্বর পর্যন্ত মোট ২০ লাখ ৬ হাজার ৭১৫ জন রিটার্ন দাখিল করেছেন। যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেড়েছে। ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন রিটার্ন দাখিল করার জন্য নতুন করে সময় চেয়েছেন। এছাড়া ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন রিটার্ন দাখিলের সব কাজ শেষ করেছেন।
এনবিআরের এই সদস্য বলেন, ২০১৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১৮ লাখ ৩৫ হাজার ১৯০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান রিটার্ন দাখিল ও আদায় সংক্রান্ত তথ্য দিয়েছিল। এর মধ্যে ১৪ লাখ ৭৮ হাজার ৩৩৪ জন রিটার্ন দাখিল করেছিল। আর সময় চেয়েছিল ৩ লাখ ৫৬ হাজার ৭৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ২০১৭ সালে রিটার্ন দাখিল বাবদ রাজস্ব আয় হয়েছিল ১৯ হাজার ৮১০ কোটি টাকা। এ বছর আয় হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা। যা শতাংশের হিসাবে বেড়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ