X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সেকেন্ডেরও কম সময় সচিবালয় ‘বিদ্যুৎহীন’, তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:১৪



বাংলাদেশ সচিবালয় (ছবি: সংগৃহীত) সিদ্ধিরগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্র ট্রিপ (বন্ধ) হয়ে যাওয়ায় সচিবালয়ে ভোল্টেজ ফ্লাকচুয়েট (ওঠানামা) করে সেকেন্ডেরও কম সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ হয়েছিল। রবিবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করছিলেন।



এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (অপারেশন) হারুন অর রশিদকে আহ্বায়ক করে ৪ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী (উত্তর) সৈয়দ আশরাফ আলী, ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রমনা সার্কেল) এ এফ এম মবিন ও ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী (গ্রিড উত্তর বিভাগ-১) তপন কুমার মন্ডল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, ‘ঠিক বিদ্যুৎ যায়নি। এসময় একটি বিদ্যুৎ কেন্দ্র ট্রিপ (বন্ধ) হয়ে যাওয়ায় ভোল্টেজ ফ্লাকচুয়েট করেছিল। যা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ঠিক হয়ে গেছে।’ তিনি জানান, রবিবার রাতেই তদন্ত প্রতিবেদন তৈরি করে জমা দেওয়া হবে।
পিজিসিবি সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা পাওয়ার প্লান্ট, ইজিসিবি’র পিকিং পাওয়ার প্লান্ট এবং পানকো পাওয়ার প্লান্টের বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, এত অল্প সময়ের জন্য বিদ্যুৎ গিয়েছিল যে কম্পিউটারও বন্ধ হয়নি। আলো বন্ধ হয়ে আবার জ্বলেছে। তবে কেন বিষয়টি ঘটলো তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, রবিবার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনও সময় এই ঘটনা ঘটেছে।


/এসএনএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা