X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ফ্রিজের কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টির ঘোষণা ওয়ালটনের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৫

ফ্রিজের কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টির ঘোষণা ওয়ালটনের ফ্রিজের কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি ঘোষণা করলো দেশের ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আগে ১০ বছরের জন্য এই সুবিধা ছিল। শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘ডিক্লারেশন প্রোগ্রাম’। এখানে জানানো হয়, ওয়ালটন ফ্রিজের গ্রাহকদের জন্য ১২ বছরের গ্যারান্টি সুবিধা রবিবার (২০ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়ালটনের দাবি— ইউরোপিয়ান প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সর্বোচ্চ গুণগতমান সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী কম্প্রেসার আর এর প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করছে প্রতিষ্ঠানটি। নিজস্ব চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত কম্প্রেসার বিদেশেও রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওয়ালটন কারখানায় তৈরি কম্প্রেসারের যন্ত্রাংশ রফতানি হয়েছে ইউরোপে।

প্রকৌশলীরা জানান, কম্প্রেসার হচ্ছে রেফ্রিজারেটরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। ফ্রিজের স্থায়িত্বের বিষয়টি কম্প্রেসারের সর্বোচ্চ গুণগত মানের ওপর নির্ভর করে। তাই গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে ওয়ালটন ফ্রিজে ব্যবহার হচ্ছে উচ্চ গুণগত মানের কম্প্রেসার।

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের কর্মকর্তারা জানান, গ্রাহকরা ব্যবহারবিধি সঠিকভাবে মেনে চললে ১৫ থেকে ২০ বছরেও ওয়ালটন ফ্রিজের কম্প্রেসারে সমস্যা হওয়ার কথা নয়। কম্প্রেসারের অপারেশন যত নিখুঁত ও সুক্ষ্ম হবে এটি তত ভালো সেবা দেবে। তাই কম্প্রেসারের অ্যাকুরেসি ও কুলিং সিস্টেম আরও বেশি নিখুঁত করেছে ওয়ালটন। এছাড়াও কম্প্রেসারে ব্যবহার হচ্ছে এইচএফসি গ্যাসমুক্ত পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেটর। কম্প্রেসারে বিল্ট-ইন অটোমেটিক ভোল্টেজ প্রোটেকশন সিস্টেম থাকায় বিদ্যুৎপ্রবাহের বিচ্যুতি বা তারতম্যে ওয়ালটন কম্প্রেসারের তেমন কোনও ক্ষতি হয় না।

ডিক্লারেশন প্রোগ্রামে ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, মো. হুমায়ুন কবীর ও মোহাম্মদ রায়হান, অপারেটিভ পরিচালক মো. কামরুজ্জামান ও ফিরোজ আলমসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে তারা প্রত্যাশা করেন, কম্প্রেসারে দীর্ঘস্থায়ী গ্যারান্টি ঘোষণা করায় ওয়ালটন ফ্রিজের প্রতি গ্রাহকের আস্থা আরও সুসংহত হবে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিলি দিয়ে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব নেমেছে ৬০ হাজারে
হিলি দিয়ে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব নেমেছে ৬০ হাজারে
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু