X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সুইডেন ও ডেনমার্ককে আরও বিনিয়োগের আহ্বান ঢাকা চেম্বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ২০:০৪আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:১৩

সুইডেন ও ডেনমার্ক রাষ্ট্রদূতের সঙ্গে ডিসিসিআই-র বৈঠক

বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য সুইডেন ও ডেনমার্কের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলট স্লাইটার এবং ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসট্রাপ পিটারসেনের সঙ্গে ঢাকা চেম্বারের নেতাদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ওসামা তাসী বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে ডেনমার্ক এবং সুইডেনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সুইডেন ও ডেনমার্কে তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কেমিক্যাল ও টয়লেট সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়াজাত পণ্য, সিরামিক, হোমটেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি প্রভৃতি পণ্য রফতানি করছে বাংলাদেশ।’

ডিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশ এবং সুইডেন ও ডেনমার্কের উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি বিনিময়, তৈরি পোশাক এবং দক্ষতা উন্নয়নে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে।’

বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের নানা প্রণোদনা দিচ্ছে জানিয়ে তা গ্রহণ করে সুইডেন ও ডেনমার্কের উদ্যোক্তাদের পোশাক, সমুদ্রগামী জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, কৃষিজাত পণ্য, চামড়া ও জুতো, লাইট ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সুইডেনের রাষ্ট্রদূত শারলট স্লাইটার বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার পথে রয়েছে এবং ইতোমধ্যে বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় বেশ এগিয়ে রয়েছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করার জন্য দীর্ঘমেয়াদি বাণিজ্য নীতিমালা প্রণয়ন করতে হবে।’

তিনি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ সব নীতিমালার সহজিকরণ ও যুগোপযোগিতার উপর জোরারোপ করেন।

সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘নরডিক দেশগুলোর প্রতিষ্ঠানগুলো গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে উল্লেখ্যযোগ্য উন্নতি করেছে এবং নরডিক অঞ্চলের এ ধরনের প্রতিষ্ঠান আরও বেশি হারে বিনিয়োগ করলে বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলো দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে।’

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন বলেন, ‘ডেনিশ কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ রয়েছে এবং বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশস্থ ডেনমার্ক দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ব্যবসা পরিচালনার সূচকসহ অন্য সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে হবে এবং এ বিষয়ে ডেনমার্ক বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিকে আরও ব্যাপক আকারে প্রচার করতে হবে।’

বৈঠকে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক হোসেন এ সিকদার, কে এম এন মঞ্জুরুল হক, মোহাম্মদ বাশীর উদ্দিন এবং এস এম জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!