X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
ঘূর্ণিঝড় ‘ফণী’ ‍

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের ৪৮ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ

সঞ্চিতা সীতু
০২ মে ২০১৯, ২১:১০আপডেট : ০২ মে ২০১৯, ২১:২১

বিদ্যুৎ

ঘূর্ণঝড় ‘ফণী’ মোকাবিলায় চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ‍বিদ্যুৎকেন্দ্রগুলোর কর্মকর্তাদের আগামী ৪৮ ঘণ্টা নিজ কর্মস্থলে সতর্কতার সঙ্গে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি ক্ষতি মোকাবিলার জন্য আগে থেকেই দক্ষ জনবল বাড়ানো হচ্ছে। এছাড়াও বিকল্প উপায়ে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায়, তার একটি পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয়য়ের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী।

বৈঠক সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রগুলোতে তিন শিফটে কাজ চলে। দায়িত্বশীল কর্মকর্তাদের আগামী ৪৮ ঘণ্টা সতর্ক অবস্থায় সাইটে থাকতে বলা হয়েছে। আগে থেকে আতঙ্কিত হওয়ার মতো কোনও কিছু না করার নির্দেশনাও দেওয়া হয়েছে বৈঠকে। বিশেষ করে বিদ্যুতের স্থাপনাগুলোতে যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া এবং কোনও বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বলা হলে যাতে সেটি সঙ্গে সঙ্গেই সেটি বন্ধ করা যায় সেজন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক সময় দেখা যায়, ঝড়ের কারণে পোল উপড়ে যায়। অনেকেই আতঙ্কিত হয়ে আগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে আমাদের লোড ম্যানেজমেন্টের সমস্যা হয়। ঝড় শুরুর আগেই হঠাৎ করে কেন্দ্র বন্ধ না করে ন্যাশনাল লোড ডেচপাস সেন্টার (এনএলডিসি)-এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপকূলীয় বিদ্যুৎকেন্দ্রগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা কোনদিক দিয়ে বিদ্যুৎ চালাবো সে বিষয়ে একটি রোস্টার তৈরি করা হয়েছে। আর যদি কোনও ক্ষতি হয়, তাহলে তখন তো পোলগুলো সঙ্গে সঙ্গে সরানো যাবে না; বরং দ্রুত কীভাবে রিকভার করা যায় সেজন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে দিচ্ছি।’

সচিব আরও জানান, নর্থ থেকে কিছু এক্সট্রা ম্যানপাওয়ার আমরা সাউথে পাঠাচ্ছি। যাতে করে এই কাজে দ্বিগুণ লোক পাওয়া যায়। আমরা এনএলডিসিতে একটি মনিটরিং টিম বসিয়ে রাখছি যাতে করে তারা উৎপাদন, বিতরণ ও সঞ্চালন সবগুলো লাইনই মনিটরিং করতে পারে। দক্ষিণে বিদ্যুতের সমস্যা হলে উত্তর থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য একটি রোস্টারও তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রণালয়য়ের বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ বিতরণ কোম্পানির প্রধানরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম জোনে ১ হাজার ৬৮১ মেগাওয়াট ক্ষমতার মোট ১৭টি বিদ্যুৎকেন্দ্র আছে। অন্যদিকে খুলনায় আছে ২ হাজার ২০৯ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎকেন্দ্র। 

 

 

 

 

 

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী